পুতুল নাচের ইতিকথা ~মানিক বন্দ্যোপাধ্যায়
পুতুল
নাচের ইতিকথা
মানিক
বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন —
“সত্যিই
তো আর পুতুল নয় মানুষ। অদৃশ্য শক্তি বা অন্য মানুষের আঙুলে বাঁধা সুতোর টানে
সত্যই তো মানুষ পুতুলের মতো নাচে না”
এই
পুতুলের অদৃশ্য সুতো তবে কার আঙুলে বাঁধা? এর উত্তর জানতে হলে উপন্যাসের প্রধাণ
চরিত্র শশী এবং আবর্তনে থাকা গাওদিয়ার মানুষের সাদামাটা জীবনযাত্রার গভীরতাকে
পর্যবেক্ষণ করতে হবে। তাহলেই বুঝতে পারা যাবে এই অদৃশ্য দড়ি আসলে কোন অদৃশ্য
শক্তির আঙুলে বাঁধা নেই, বাঁধা পড়ে আছে মানুষের নিজের হাতেই! মানুষ সব জেনেও পুতুল
হয়ে থাকে – কখনো সমাজের চোখে, কখনো পরিবারের চোখে, আবার কখনো ভালোবাসার মানুষের
কাছে।
Obossoi porbo !
ReplyDelete