অচিন পাখি ~শক্তিপদ রাজগুরু
অচিন
পাখি
"মানুষ
পৃথিবীতে যখন আসে তখন তার মনে অনেক আশা ,স্বপ্ন । সে কামনা-বাসনা নিয়ে বাঁচে । সে
স্বপ্নকে সত্যে পরিণত করতে চায় । সে নিজের ঘর গড়তে চায় । সুখ দুঃখের একটা ঘর ।
ভালোবাসা পেতে চায় । ভালবেসে ধন্য হতে চায়, সুখী হতে চায় চিরদিনের জন্য । কিন্তু জীবনের পিছনে আসে
মানুষের শেষ পরিনতি, মৃত্যু। মৃত্যু যেন মানুষের সব আশা স্বপ্নকে মিথ্যে করে দিতে
চায়। মানুষ বাঁচতে চায় পৃথিবীতে । ভালোবেসে পরিতৃপ্ত হতে চায় । মানুষের বাঁচার
এই চিরন্তন প্রচেষ্টাই জীবনের লক্ষণ । জীবন মৃত্যুর মাঝে রয়েছে মানুষের ভালোবাসা,
চিরন্তন আশান্বিত প্রেম । যা মৃত্যুকে অতিক্রম করতে পারে।।"
আশা
করি গল্পের ভূমিকায় লেখা এই লাইনগুলিই যথেষ্ট গল্প সম্পর্কে বলার জন্য । তবুও আরো
নির্দিষ্ট করে যদি বলতে হয় বলবো পুরো গল্পটি যেন একটি ভাব-সম্প্রসারণ বিভিন্ন
অর্থে এই লাইনটির-
"খাঁচার
ভিতর অচিন পাখী কেমনে আসে যায়।
ধরতে
পারলে মন-বেড়ী দিতাম তাহার পায়।।"
আর
লেখক সম্পর্কে বলব, শক্তিপদ রাজগুরু চিরকালই ছাপোষা মধ্যবিত্ত বাঙালির মাথা উঁচু
করে বাঁচার গল্প লিখে গেছেন এই গল্পটি ও তার ব্যতিক্রম নয়।।
খুব সুন্দর।
ReplyDeleteValo likhechen.
ReplyDelete