পাতা ঝরার মরশুমে ~স্মরণজিৎ চক্রবর্তী

 





পাতা ঝরার মরশুমে

                                  

পাতাঝরার মরশুমের শেষের দিকে এসে অবশেষে পড়েই ফেললাম বইটা  যাদের কাছে স্কুল জীবনএবং ফুটবল' দুটোই খুব প্রিয় তাদের জন্য এই উপন্যাসটি আদর্শ উপন্যাসটি পড়ার পর আমার অনুভূতি ছিল জি-বাংলার অ্যাংকর দের মতই। এককথায় অতুলনীয়অনবদ্য, অবিসংবাদী"  উপন্যাস। কুমার শানুর সুরে “fata fatiiiii……”!!!

আসা যাক উপন্যাসের কথায়, এই গল্প চার বন্ধুর – দিয়েগো, ডূডূ, কবীর আর জ্যাকসনের। নঙ্গী হাই-এর হয়ে ওরা টমাস চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্ণামেন্টে খেলবে চির প্রতিদ্বন্দ্বী রবিন মেমোরিয়ালের বিরুদ্ধে। দিয়েগো সবচেয়ে ভাল ফুটবলার হলেও প্রথম ম্যাচে নঙ্গী হাই হেরেছে ওর জন্যেই। এই গল্প চোট পেয়ে খেলা ছেড়ে দেওয়া পুরুরও। পুরু নঙ্গী হাই-এর অস্থায়ী গেমস টিচার, রবিন মেমোরিয়ালকে হারালে তবেই তার চাকরি পাকা হবে। ওদিকে পুরুর প্রেমে প্রত্যাখ্যাত টাপুর নিতে চায় প্রতিশোধ। একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বদলে যেতে থাকে প্রত্যেকের জীবন। কে জিতবে? বাকিটা জানতে হলে চোখ রাখতে হবে উপন্যাসটির পাতায় !!

 



 

Comments

Popular posts from this blog

মরু-মৃগয়া ~ চিত্তরঞ্জন মাইতি

Three Thousand Stitches ~ Sudha Murthy

Eleven Minutes ~ Paulo Coelho

The Old Man and The Sea ~ Ernest Hemingway

অচিন পাখি ~শক্তিপদ রাজগুরু

Scenes From A Childhood ~ Jon Fosse

The Night in Lisbon ~ Erich Maria Remarque

Things Fall Apart ~ Chinua Achebe