Crossover Meme
( based on Movie/Novel context)
51. "এ দুঃখ যাবার নয়.... এ দুঃখ ভোলার নয় !" 🥲
(Doesn't matter whether 2 inch x 2 inch)
49. Her (2013) x হারানো পদক~ফসিলস 2
(When a man falls in love with A.I)
(শরৎচন্দ্র চট্টোপাধ্যায় x Koye Mil Gaya)
46. Rang De Basanti x ছেলের দল
"আদর্শে যে সত্য মানে - সে ওই আমাদের ছেলের দল।
ওরাই ভালবাসতে জানে
দরদ দিয়ে সরল প্রাণে...!"
"जिस धरती पे जन्मे थे
उस धरती पे मरना है..."
उस धरती पे मरना है..."
Dunki in a nutshell...
42. Obey Guruji 🙏
"রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
ভাবি নি সম্ভব হবে কোনোদিন।
আগে ওকে বারবার দেখেছি
লালরঙের শাড়িতে
দালিম ফুলের মতো রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে।
মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব সর্ষেখেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।
থমকে গেল আমার সমস্ত মনটা;
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।"
36. নীরেন্দ্রনাথ চক্রবর্তী (দুঃখশান্তি) x Leonel Messi (8th ballon d'or)
"সকল শান্তি হারিয়েও তবু তার
দু চোখে কোমল কী-এক বহ্নি জ্বলে ;
তাই তার ব্যথাজীৰ্ণ হৃদয়তলে
রূঢ় কান্নার যতো না আঘাত লাগে
সকল দুঃখ সকল যন্ত্রণার
শিয়রে অমেয় আরেক শান্তি জাগে ।"
(Oppenheimer spent his final days at St. Jhon)
33. 'Twelfth Night' and 'As You Like It'
If Sara (AnnaSophia) was a Shakespearean...
32. Shakespeare after listening to the song 'say my name'
31. রঞ্জনা ও অঞ্জন দত্তের কাল্পনিক কথোপকথন
30. Masaan X চন্দ্রলেখা ~ আবদুল্লাহ আল ইমরান
(জগতে এমন কিছু কান্না আছে, যার ভাগ কাউকে দিতে হয় না। কিছু কান্না নিজের। কিছু কান্না একান্ত গোপন ।)
29. Aaja Nachle (O Re Priya) X পুতুল নাচের ইতিকথা~ মানিক বন্দ্যোপাধ্যায় (মূল উৎস :- ময়মনসিংহগীতিকা, নদেরচাঁদকে দেখার পর মহুয়ার উক্তি)
28. প্রিয়তম প্রেম ~ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় x Solar System
(Saratchandra Chattopadhaya as a Cosmonaut)
27. Her (2013) এবং সুধীন্দ্রনাথ দত্ত (প্রতীক্ষা)
"প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রের ও একদিন মরে যেতে হয় । "
26. Dil Se Re x জীবনানন্দ দাস x Destruction of White Dwarf
25. বাংলার ধানক্ষেত x একটি শিশিরবিন্দু ~ রবীন্দ্রনাথ ঠাকুর
24. পঁচিশ বছর পরে~জীবনানন্দ দাশ x দ্বিতীয় পুরুষ
23.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় x Life in a metro
22.Bhool bhulaiya (Manjulika) x samaresh majumder (অপরিচিত জীবনযাপন)
(How an enunciation of Samaresh Majumder defines psychological comedy horror film Bhool Bhulaiya)
21. দুই পাখি ~রবীন্দ্রনাথ ঠাকুর x Titanic
20. নিন্দুকের প্রতি নিবেদন ~ রবীন্দ্রনাথ ঠাকুর x Apocalypto
19. রাজধানীতে তুলকালাম (Pastiche by Prabirendra Chattopadhyay)
(চায়ের দোকান থেকে বেঙ্গলি অ্যাসোশিয়েশনের অফিস কাম পুজোর জায়গাটা হেঁটে আরো মিনিট দশেক মতন। লালমোহনবাবু ওই দশ মিনিট হাঁটতে গিয়ে একেবারে ছেলেমানুষের মতন উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করলেন। শুরু হয়েছিল ‘কমলা ভান্ডার’ নামের একটা মুদির দোকানে দশকর্মার জিনিসপত্র দেখে। তারপর ‘বেঙ্গল স্যুইটস হোম’-এ রসগোল্লা আর পান্তুয়ার সাজানো ট্রে দেখে বেজায় খুশী হলেন, শেষে বৈকালিক মাছের বাজারে ঢাউস ঢাউস রুই আর কাতলা মাছ কাটা হচ্ছে দেখে উত্তেজনার চোটে ফেলুদার জামার আস্তিন ধরে বললেন, ‘বাঙালিরা করেছে কী মশাই? পুরো দিল্লী তো আমাদেরই দখলে।’)
17. সৎপাত্র- সুকুমার রায়
16. সূদন ওঝা (সুকুমার রায়) x তান্ত্রিক কেল্টু
15. কুটুম্বিতা-বিচার ~
রবীন্দ্রনাথ ঠাকুর X
English Hooligans
A meme that specifies british hooliganism...
14. Family Man x আস্তে লেডিস
13. Elon Musk-এর ভারতীয় সংস্করণ । উনিও সমস্ত কিছু "খরিদ নেন" নয়ত কেড়ে নেন ।। 😄
12. Heroes people believe in
11. দুই বিঘা জমি x Taare Zameen Par
Mother's day special
10. ভূগোল শিক্ষক ও বালক রবি
9. Evolution of Feluda
7. Shakespeare X রবীন্দ্রনাথ X Captain America: civil war
6. পদ্মা নদীর মাঝি x land karwade bhau
5. সোনার কেল্লা X Avengers: endgame
(full screen view recommended 😊)
4. Colgate Ad x মধুসূদন দত্তের কবিতা
3. হীরক রাজার দেশে x The Hunger Games
2. নিউটনের তৃতীয় সূত্র:-"প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে"
How Rabindranath describes it
..😎😂
1. আমার কৈফিয়ৎ- কাজী নজরুল ইসলাম x Batman vs Superman: dawn of justice
Sobkota Fabulous...
ReplyDelete