লেখক পরিচিতি: - চিত্তরঞ্জন মাইতি আধুনিক কালের অন্যতম জনপ্রিয় লেখক, গল্পকার ও উপন্যাসিক। শিশু সাহিত্যিক হিসেবেও তার পরিচিতি আছে । তার সাহিত্যচর্চা শুরু হয় স্কুল জীবন থেকেই। স্কুল জীবনের লেখা প্রথম গল্প প্রকাশিত হয় “ শিশু সাথী ” পত্রিকায়। কবি হিসেবে ও তিনি সুপরিচিত। তার অন্যতম উপন্যাস গুলির মধ্যে একটি হলো “ পাতার ভেলা ভাসাই ” , এটি আত্মজীবনীমূলক। এছাড়া “ আঁধার পেরিয়ে ”, “ অগ্নিকন্যা ”, “ অনন্যা ”, “ অনুরাগিনী ” , “ আপন ঘর ” ইত্যাদি তার জনপ্রিয় সৃষ্টি । প্রধান চরিত্র সমূহ :- উপন্যাসে বর্ণিত অনেক চরিত্রই আমাদের পরিচিত এবং বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব । তবু যে সমস্ত চরিত্রের কথা না বললে উপন্যাসটি অসম্পূর্ণ থেকে যাবে তাদের কথাই তুলে ধরা হলো । ১ ) কুমারায়ণ: - উপন্যাসের প্রথম পর্বের প্রধান চরিত্র। কুমারায়ণ এক যুবা, আবেগপ্রবণ , তরুণ পুরুষ। দেশ দর্শন তার পেশা । পন্ডিত বংশের সন্তান সে , ধনুর্বিদ্যায় পারদর্শী, পালি ও সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধ শাস্ত্র রপ্ত করেছে তক্ষশীলা বিশ্ববিদ্যালয় থেকে । অসাধারণ বংশীবাদক, সুর-ঞ্জান, কর্তব্য পরায়নতা তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট
Comments
Post a Comment
Thanks for your valued view...😊