পদ্মানদীর মাঝি ~মানিক বন্দ্যোপাধ্যায়
পদ্মানদীর
মাঝি
পদ্মানদীর
মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের 1936 সালে প্রকাশিত এক বিখ্যাত উপন্যাস, যা পদ্মা
নদীর মাঝি ও জেলেদের দুর্বিষহ জীবন কাহিনী নিয়ে রচিত।
সাম্যবাদী
ভাবধারায় দীক্ষিত লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় সামাজিক অসাম্যের কথাই উঠে
আসবে এটাই স্বাভাবিক | পদ্মা নদীর মাঝি উপন্যাসেও সামাজিক ভারসাম্যহীনতার নির্ভুল
চিত্রাঙ্কিত হয়েছে। তবে উপন্যাসটিতে সামাজিক ভারসাম্যের তারতম্য ছাড়াও, এই
অসাম্যের মধ্যেই অবহেলিত, বঞ্চিত মানুষগুলির জীবনবৈচিত্রের নিখুঁত বর্ণনা পাওয়া
যায়। তাদের জীবন যেন নদীর মতই বয়ে চলা।
কে ঠিক বা বেঠিক ,ভাল বা খারাপ এই দৃষ্টিকোণ
থেকে কোন নির্দিষ্ট উপসংহার বা সিদ্ধান্তে আসা প্রায় অসম্ভব, কারণ এই উপন্যাসের
কাহিনী পদ্মা নদীর মতই শাখা-প্রশাখায় বিস্তৃত হয়ে হঠাৎ অনন্ত জলরাশিতে বিলীন
হবার মতনই । সব শেষে বলা যায়-
‘অন্তরে
অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ’
Comments
Post a Comment
Thanks for your valued view...😊