শঙ্খনীল কারাগার ~ হূমায়ুন আহমেদ
শঙ্খনীল কারাগার
শঙ্খনীল কারাগার হুমায়ূন আহমেদের লেখা
একটি মাস্টারপিস। সোমেন চন্দের লেখা অসাধারণ ছোট
গল্প ‘ইঁদুর’ পড়ার পরই নিম্ন মধ্যবিত্তদের নিয়ে গল্প লেখার একটা সুতীব্র ইচ্ছা হয়। এর
পরপরই নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার বই দুটি লিখে ফেলেন। বই দুটির বিষয়বস্তু সম্পূর্ণ
আলাদা হলেও মিল হল মধ্যবিত্তদের নিয়ে লেখা।
একই পরিবারের কতগুলো মানুষ কাছাকাছি থেকেও কেউ কখনো বুঝতে
পারে না কার মনে কি চলছে? কারন প্রতিটি মানুষই তার নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল
তৈরী করে রাখে। এই যে প্রতিটি মানুষ নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরী করে রাখে,
যে দেয়ালের মধ্যে কখনো কেউ প্রবেশ করতে পারে না, যে দেয়ালের ভেতরের কথা গুলো কখনো
কেউ জানতে পারে না— এই অদৃশ্য দেয়ালের নামই শঙ্খনীল কারাগার।
Comments
Post a Comment
Thanks for your valued view...😊