ঈশ্বরের মৃত্যু ~পলাশ হক
গল্পের
ভূমিকাতেই লেখকের অকপট স্বীকারোক্তি যে তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্রটি শার্লক
হোমসের দ্বারা অনুপ্রাণিত এবং প্রভাবিত, এমনকি চরিত্রগত বৈশিষ্ট্যের দিক থেকে
প্রদোষ মিত্রের সাথেও জ্যোতিষ্ক সেনের কিছু কিছু মিল লক্ষ্যনীয়।
আসা
যাক কাহিনী সম্পর্কে । ১৯৬৫ সালে সাত বছর বয়সী একজন নিখোঁজ হয় মফঃস্বলের এক মেলা
থেকে। দীর্ঘ তেইশ বছর পরও তার অন্তর্ধান রহস্যের কোনো কিনারা না করতে পেরে পুলিশ
কেসটিকে abandoned হিসাবে
ঘোষণা করে। এদিকে বেশ ক’বছর নিরুদ্দিষ্ট থাকার পর আচমকা বাড়ি ফিরে জ্যোতিষ্ক সেন
নিছক কৌতূহলবশত ঘাঁটতে শুরু করেন এই অমিমাংসিত ঘটনা নিয়ে। কিন্তু ক্রমেই সেখানে
আঁচ পাওয়া যায় এক গভীর ষড়যন্ত্রের। অতঃপর অনুসন্ধান এবং সবশেষে সমাধান।
Comments
Post a Comment
Thanks for your valued view...😊